top of page

সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং

Updated: Jun 21, 2021

By Linkon Rahman

সোনাদ্বিয়া দ্বীপ

বাংলাদেশে এতটা জনমানবহীন নীরব নিস্তব্ধ দ্বীপ আর কোথাও আছে নাকি আমার জানা নেই।এটা এমন একটা দ্বীপ যার নিস্তব্ধতায় আপনি আর আপনার মন হারায় যেতে বাধ্য।



গত ১২ ও ১৩ অক্টোবর এই দুইদিন আমরা ৯বন্ধু এই পুরা দ্বীপটার মালিক ছিলাম। আমরা ৯জন ব্যাতিত আর কেউ ছিলনা এই দ্বীপে।



ree




সম্পূর্ণ জনমানবহীন এক দ্বীপে সূর্যাস্ত বেশ উপভোগ্য ছিল। নিজেকে রবিনসন ক্রুসোর জায়গায় আবিষ্কার করতে পারছিলাম। কোথাও কেউ নেই। একমাত্র এই সূর্যাস্থটা আজকে থেকে আরও ৫০বছর পরেও আমার বেঁচে থাকার অনুপ্রেরণা হয়ে থাকবে।

Sunsets are proof that no matter what happens, every day can end beautifully.





যেভাবে যেতে পারবেন মায়াবী দ্বীপ সোনাদিয়াতে ঃ-

সোনাদিয়া যাওয়া বেশ সহজ ব্যাপার। তবে আমরা ঢাকা হয়ে চকরিয়া যাওয়াতে সময় একটু বেশিই লাগে।


এরপর আমরা বাস থেকে নেমে সিএনজি ভাড়া করে ঘটিভাঙ্গা ঘাট যাই আর সেখান থেকে ভাড়া করে সোনাদিয়া পশ্চিমপাড়া যাই। আপনি চাইলে কক্সবাজার নেমে, কক্সবাজারের ৬ নম্বর ঘাট থেকে স্পিডবোট ভাড়া করে সোনাদিয়া পশ্চিমপাড়া যেতে পারেন।


সোনাদিয়া দ্বীপ এর সৌন্দর্য দেখতে হলে আপনাকে সেখানে থাকতে হবে আর সেখানে থাকতে গেলে আপনাকে ক্যাম্পিং অর্থাৎ তাঁবু খাঁটিয়ে থাকতে হবে।



আমরা গাইডের সহযোগিতা নিয়ে গিয়েছিলাম। গাইড আপনার ৩ বেলা খাবারের ব্যাবস্থা করে দিবে, আপনার নিরাপত্তার দায়িত্বও গাইড ভাইদের। আপনাদের কাছে তাঁবু না থাকলে গাইড থেকে ভাড়া নিতে পারবেন।

Comments


Commenting on this post isn't available anymore. Contact the site owner for more info.
bottom of page